বাফুফে নির্বাচন পেছাবে?

কিছু দিন আগে জাতীয়তাবাদী ক্রীড়াদলের ব্যানার নিয়ে বাফুফে ভবনের সামনে এসে নির্বাচন পেছানোর দাবি জানিয়ে গেছেন আমিনুল হক। কাজী সালাউদ্দিন সে সময় বলেছেন, ‘নির্বাচন পেছানোর সুযোগ নেই। ফিফা তা মানবে না।’ তবে ফেডারেশনেরই ঊর্ধ্বতন এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, নির্বাচন পেছানোর জন্য এর মধ্যেই ফিফাকে চিঠি দিয়েছে বাফুফে।

সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকও বলেছেন তেমনটাই, ‘আমি যত দূর জেনেছি বন্যা ও সাম্প্রতিক পরিস্থিতির কারণ দেখিয়ে বাফুফে নির্বাচন পেছানোর জন্য এর মধ্যেই চিঠি দিয়েছে। আমরা চাই সালাউদ্দিন সাহেব এর মধ্যে পদত্যাগ করুন। এর পর জেলা ও ফুটবল অ্যাসোসিয়েশনগুলো সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন হোক।’ নির্বাচন পেছালেও সরকারের অধীনে ডিএফএ সংস্কারে ফিফা মত দেবে কি না, সেই প্রশ্ন অবশ্য থাকছেই।

কারণ সরকারি প্রভাবমুক্ত করতেই ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন করা হয়েছে।

তা ছাড়া নির্বাচন পেছাতে ফিফা রাজি না-ও হতে পারে। আমিনুলসহ সমমনারা সেসব সম্ভাবনা মাথায় রেখে বসেও নেই। গতকালই জেলা ও বিভাগীয় সংগঠকদের সঙ্গে মতবিনিয় সভা করেছেন তাঁরা।

LEAVE A REPLY