আড়াইশ ভরি সোনা চুরি চোর ধরতে আলটিমেটাম পুলিশকে

আড়াইশ ভরি সোনা চুরির ঘটনার পর ১৩ দিন পেরিয়ে গেলেও চোর চক্রের কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, চোর শনাক্ত করা গেছে, গ্রেফতারের চেষ্টা চলছে। এমন অবস্থায় চোরদের ধরতে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখা। 

বৃহস্পতিবার সিলেটের নগরীর বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, ৯ জানুয়ারি আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্সের ২৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় ৭-৮ জনের চোর চক্র।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মামলার পর দফায় দফায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাদের শুধু বলা হচ্ছে, তাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে।

চোরদের তারা শনাক্ত করে ফেলেছেন, শিগগির গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে চোর চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। এ সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর, বাজুস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদির মলি­ক, সহসম্পাদক ইয়াছিন আহমদ ও ল²ণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।

LEAVE A REPLY