বরিশালের বাবুগঞ্জে এক রাতে চার কৃষকের ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ই মে) ভোরে কৃষকরা নিজেদের গোয়ালঘরে রাখা গরুগুলো না থাকার ঘটনা টের পান। চুরি হওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কৃষকরা জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের এ চুরির ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের সফর আলী সরদারের গোয়ালঘর থেকে ২ টি, আক্কেল আলী সরদারের গোয়ালঘর থেকে ৭ টি, স্বপন সরদারের গোয়ালঘর থেকে ১ টি, হাবিব খানের গোয়ালঘর থেকে ১ টিসহ মোট ১১টি গরু চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের গরুগুলো বাড়ির ভেতরে গোয়াল ঘরে থাকে। প্রতিদিন গরুগুলোর সেবা করে ঘুমাতে যান।
এ অবস্থায় আজ শুক্রবার ৯ মে ফজরের নামাজের পর কৃষক আক্কেল আলী সরদার গরু রাখার ঘরে গিয়ে দেখেন কোনো গরু নেই। পরে একেক করে খবর পান অন্যান্য কৃষকেরা। এ অবস্থায় তাৎক্ষণিক সব স্থানে খোঁজ করেও গরুগুলোর আর সন্ধান পাননি। উল্লেখিত কৃষকদের বাড়ি সুগন্ধ্যা নদী তীরবর্তী হাওয়ায়, ধারণা করা হচ্ছে চোরচক্র খুব সহজেই নৌপথে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
কেদারপুর ইউনিয়নে প্রায়ই এমন গরু চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনার পর কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’