ছবিসূত্র : নূর ফটো/মেট্রো
আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কথা থাকলেও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আজ হঠাৎ করে বাতিল করা হয়েছে। এক সপ্তাহ আগেই একই রুটের ফ্লাইট এআই ১৭১ বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ২৭০ জন যাত্রী, যা ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
আজকের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে বলে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল করা হয়।
সিএনএন নিউজ ১৮ জানায়, ফ্লাইটটি দিল্লি থেকে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছিল এবং স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (যুক্তরাজ্যের সময় সকাল ৮টা ৪০ মিনিটে) লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটি ব্রিটিশ সময় বিকেল ৬টা ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।
ফ্লাইটর্যাডার অনুসারে, আজকের ফ্লাইটটি পরিচালনার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে—একই ধরনের বিমান, যা গত সপ্তাহের মর্মান্তিক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছিল। এই বোয়িং বিমানটি আগামী এক সপ্তাহে আহমেদাবাদ ও লন্ডনের মধ্যে আরো ছয়টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে এবং এখন পর্যন্ত সেগুলো নির্ধারিত সময়েই রয়েছে বলে জানা গেছে।
এদিকে, সোমবার এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট বাতিল করা হয় ‘অপারেশনাল সমস্যা’ এবং ক্রুদের ডিউটির সময়সীমা শেষ হয়ে যাওয়ায়। অপরদিকে, আজ ভোরে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রীদের সেখানেই নামিয়ে দেওয়া হয়।
দুর্ঘটনার তদন্ত চলছে
গত সপ্তাহে দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ‘ব্ল্যাক বক্স’ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।
এতে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার বিমানটির ইঞ্জিন ও কন্ট্রোল সেটিংস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
সাবেক পাইলট এবং অ্যাভিয়েশন বিশেষজ্ঞ অমিত সিং বলেন, ‘এই ব্ল্যাক বক্সগুলো উদ্ধার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোই দুর্ঘটনার পুরো ঘটনার ক্রম বিশ্লেষণ করতে সাহায্য করবে।’ তিনি যোগ করেন, ‘ডেটাগুলো সব কিছু প্রকাশ করবে—প্রযুক্তিগত বিশ্লেষণের পাশাপাশি ককপিটের কথোপকথনও বিষয়গুলো পরিষ্কার করতে পারবে।’ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : মেট্রো