রাশমিকা মান্দানা
আট বছর ধরে সম্পর্কে রয়েছেন দক্ষিণী দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। দিনের পর দিন নানা গুঞ্জন চাউর হতে থাকলেও তারা কেউই সম্পর্কের বিষয়ে অস্বীকার করেননি। এরমধ্যেই ৮ বছরের সম্পর্ককে প্রণয়ে রূপ দিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই দুই তারকা।
সদ্যই গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা। পূজার আবহেই অভিনেতার হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে আংটিবদল সেরেছেন তারা। শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব।
তবে শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে।
এদিকে, অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রাশমিকা। বাগদানের গুঞ্জনের পর রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনো নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজার প্রকাশ করেন।
টিজার প্রকাশ করে রাশমিকা তার পোস্টে লেখেন, ‘আমি জানি আপনারা এটির জন্য অপেক্ষা করছিলেন এবং অবশেষে এটি আসছে ৭ই নভেম্বর, ২০২৫-এ।
দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে। এর আগে ‘গীতা গোবিন্দাম’ ছবিতেও জুটি বেঁধে ব্যাপক সাড়া ফেলেছিলেন বিজয়-রাশমিকা।











































