বিয়ে করছেন অভিনেত্রী তৃষা, পাত্র কে?

সংগৃহীত ছবি

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সিনেমার পর্দার পাশাপাশি ভক্তরা এবার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাকে নববধূর সাজে দেখার জন্য।

৪২ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি, যদিও অতীতে তার নাম জড়িয়েছিল অভিনেতা থালাপতি বিজয় ও ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে। তবে এবার শোনা যাচ্ছে, তৃষা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন।

দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃষা কৃষ্ণনের পরিবারের পক্ষ থেকে একটি নতুন সম্পর্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাত্র চণ্ডীগড়ের একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে তা ভারতে সম্প্রসারিত করেন।

Wedding bells: Trisha Krishnan is FINALLY getting married?

জানা গেছে, দুই পরিবার বহুদিন ধরেই একে অপরের পরিচিত। যদিও তৃষা বা তার পরিবার এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

কিংবা বিয়ের দিনক্ষণও এখনো জানাননি।

এর আগে তৃষা তার বিয়ে নিয়ে চলা জল্পনা সম্পর্কে বলেছিলেন, তিনি বিয়ের ব্যাপারে উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং ‘সঠিক মানুষটিকে’ পেলেই বিয়ে করবেন।  

উল্লেখ্য, ২০১৫ সালে তৃষা কৃষ্ণান বাগদান করেছিলেন উদ্যোক্তা বরুণ মানিয়ানের সঙ্গে। তবে কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

সে সময় গুঞ্জন ওঠে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

অন্যদিকে, থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার ঘনিষ্ঠতার গুঞ্জনও একসময় দক্ষিণের চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচিত হয়। দুজন একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু হিট সিনেমায়—ঘিলি (২০০৪), তিরুপাচি (২০০৫), আথি (২০০৬) এবং কুরুভি (২০০৮)। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৩ সালে থালাপতি বিজয়ের সঙ্গে ‘লিও’ সিনেমা দিয়ে ফেরেন। তাকে সবশেষ দেখা গেছে গেল বছর, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর একটি গানে।

LEAVE A REPLY