ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি : এএফপি
ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর নিয়ে ছড়ানো নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। অবসরের প্রায় এক বছর পর এবার এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ জানালেন তিনি।
অশ্বিন ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কেউ কেউ দাবি করেন, তাকে নাকি দলের বাইরে রাখায় অপমানিত বোধ করেই তিনি অবসরের সিদ্ধান্ত নেন।
তবে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানালেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কাউকে দায়ী করার কিছু নেই।
অশ্বিন বলেন, ‘কেউ আমাকে বলেনি যে আমার জায়গা নেই বা আমাকে অবসর নিতে হবে। বরং ২-৩ জন আমাকে বলেছিল যেন আমি এখনই অবসর না নেই। তারা সবাই চেয়েছিল আমি আরো কিছুদিন খেলি।
’
তিনি আরো জানান, ‘রোহিত শর্মা আমায় সিদ্ধান্তটা আবার ভেবে দেখতে বলেছিল। গৌতি ভাই (গৌতম গম্ভীর)ও একই কথা বলেছিল। তবে আমি প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে তেমন কোনো আলোচনা করিনি।’
৩৮ বছর বয়সী এই স্পিনার আরো বলেন, ‘আমি হতাশ ছিলাম না।
শুধু মনে হয়েছিল সময় এসেছে পরিবারকে সময় দেওয়ার। জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে, কিন্তু আমি খুশি যেভাবে ক্যারিয়ারটা শেষ করতে পেরেছি।’
৫৩৭ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ক্যারিয়ার শেষ করেন অশ্বিন। তার অবসরের পরপরই টেস্ট ক্রিকেট ছাড়েন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপর নেতৃত্বের দায়িত্ব পান শুভমান গিল।










































