যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, বহু হতাহত

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির বক্সনোর্ট নিকটবর্তী একটি সামরিক-বিস্ফোরক কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে আশপাশের ঘর-বাড়ি কেঁপে ওঠে এবং দুর্ঘটনার স্থান থেকে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর টাইমস অব ইন্ডিয়া, বিবিসির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও, আরও বিস্ফোরণ হওয়ায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি। এ কারণে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিস্ফোরণের শক্তি এতটা তীব্র ছিল যে, ২০ মিনিটের দূরত্বে অবস্থিত লোবেলভিল শহরের বাসিন্দারাও তাদের বাড়ি কেঁপে ওঠার অনুভূতি পান। অনেক বাসিন্দা তাদের নিরাপত্তা ক্যামেরায় বিস্ফোরণের শব্দ রেকর্ড করেছেন।

ম্যাকইউন শহরের মেয়র ব্র্যাড রাচফোর্ড এ দুর্ঘটনাকে ‘কৌশলগত বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন, এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি এবং স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল তদন্ত চালাচ্ছে।

হাম্পফ্রিজ কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ওডেল পয়নার (Odell Poyner) জানান, বিস্ফোরণের সময় ভবনের ভিতরে মোট ১৯ জন কর্মী উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত নিশ্চিতভাবে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।

LEAVE A REPLY