প্রিমিয়ার লিগ ছেড়ে ব্রাজিলে ফিরতে চেয়েছিলেন পাকেতা

ওয়েস্ট হামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। ছবি : রয়টার্স

ওয়েস্ট হাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা জানিয়েছেন, গত গ্রীষ্মেই তিনি ফ্লামেঙ্গোতে ফেরার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে তাকে। তবু একদিন তিনি নিশ্চিতভাবেই ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন।

গ্লোবো এস্পোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে পাকেতা জানান, ২০২৪ সালের মে মাসেই তার সাবেক ক্লাব তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল, যখন ইংলিশ এফএ তার বিরুদ্ধে ১০ মাসের তদন্ত শেষে চারটি স্পট-ফিক্সিংয়ের অভিযোগ আনে।

অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর এই গ্রীষ্মেও তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় ফ্লামেঙ্গো।

পাকেতা বলেন, ‘আমি জানতাম যে স্বাভাবিকভাবে খেলতে পারব, ঠিক তখনই ফ্লামেঙ্গোতে ফেরার ইচ্ছা আরো বেড়ে যায়। হয়তো বলা উচিত না, কিন্তু আমার বন্ধু ও ফ্লামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের সঙ্গেও কিছু কথা হয়েছিল। আমি ফেরার ইচ্ছে প্রকাশ করেছি, তা এজেন্টদেরও জানিয়েছি।’

ওয়েস্ট হামের হয়ে চতুর্থ মৌসুম খেলছেন ২৮ বছর বয়সী পাকেতা। তবে এখনই নয়, ভবিষ্যতে কোনো সময়ে অবশ্যই ফ্লামেঙ্গোতে ফিরবেন বলে আশাবাদী তিনি। তিনি বলেন, ‘আমার বয়স কম, বাজারমূল্যও এখনো যথেষ্ট ভালো। তাই সিদ্ধান্তটা কঠিন ছিল।ক্লাব আমাকে সমর্থন দিয়েছে, তাই জোর করে কিছু করতে চাইনি। জানি সঠিক সময় এলে ফ্লামেঙ্গোতে ফিরে যাবই।’

২০১৯ সালের জানুয়ারিতে ফ্লামেঙ্গো ছাড়ার পর ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন পাকেতা। বর্তমানে তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন, যেখানে আগামী শনিবার এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

LEAVE A REPLY