স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত

অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ভারত। ভারতকে অলআউট করার পথে মূল ভূমিকা ছিল মিচেল স্টার্কের। নিয়েছেন  ৪৮ রানে ৬ উইকেট। 

দিনের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডাব্লিউতে আউট করেই শুরু, শেষটা করেছেন নীতিশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে।

মাঝখানে আউট করেছেন রাহুল, কোহলি, অশ্বিন ও হার্ষিত রানাকে। 

স্টার্কের ৯১ টেস্টের ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। এত দিন সেরা ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট। এদিন আরেক রেকর্ড করেন এই পেসার।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ তিনবার ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। 

দুই উইকেট করে নিয়েছেন স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের বদলি হিসেবে মাঠে নেমে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন বোল্যান্ড। শুবমান গিল ও রোহিত শর্মা দুইজেনকেই এলবিডবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নীতিশ রেড্ডি। ৩৭ রান আসে রাহুলের ব্যাট থেকে। 

LEAVE A REPLY