শাকিবের বাসায় সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, জোভান!

প্রথম ছবিতে শাকিব খানের বাসায় জোভান

শোবিজ কি এখন গুলশানমূখী হচ্ছে? আফরান নিশো শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি কদিন আগেই গুলশানের শাকিব খানের বাসায় দেখা করতে গিয়েছিলেন। এবার জানা গেল, অভিনেতা সিয়াম, শরীফুল রাজ, জোভান ও তৌসিফ গিয়েছিলেন শাকিবের বাসা কাম অফিসে। শাকিব খানের গুলশানের বাসার একাংশে রয়েছে জিম ও নিজের একটা অফিস। সেখানেই সবাই দেখা করতে যায়।

সম্প্রতি জোভানকে দেখা যায় শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটি শাকিব খানের বাসাতে তোলা। 

জোভান গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন সেসময় সিয়াম, শরীফুল রাজ ও তৌসিফ ছিলেন। অর্থাৎ একসঙ্গে তারা শাকিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

যদিও জোভান গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘লেভেল’ ঠিক রাখতে বলেছিলেন,  ‘আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয়।

কী বলেছিলেন সংবাদ মাধ্যমে জোভান?  জোভান বলেন, ‘আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিল। দেখা হওয়ার মনে হলো, একটি ছবি তুলে রাখি।

মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা, এই যা। তবে শাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে, বুঝেছি তিনি মানুষ হিসেবে নম্র–ভদ্র, অসাধারণ ব্যক্তিত্ব তাঁর। এটাই আমার জীবনে তাঁর সঙ্গে প্রথম দেখা হলো, ভালো লেগেছে।’

হলেও হতে পারে কোনো আয়োজন। কিন্তু শাকিবের বাসায় গিয়ে দেখা করাটা কিন্তু কোনো আয়োজন নয়।আর বাসায় গিয়ে দেখা করাটাও কিন্তু হঠাৎ নয়। কোনো পরিকল্পনা থাকতেই পারে। হয়তো সিয়াম নিয়ে গিয়েছেন তাদের। কেননা সাম্প্রতিক সময়ে সিয়ামের সঙ্গে শাকিবের সখ্য চোখে পড়েছে। একই কোম্পানির প্রচারের সঙ্গেও যুক্ত ছিলেন। আবার এমনও হতো পারে সামনের কোনো সিনেমায় তাদের সঙ্গে দেখাও যেতে পারে। আবার যেহেতু নির্মাতা মোস্তফা কামাল রাজ ছিলেন। নতুন কোনো সিনেমার কথাও হলেও হতে পারে।

তবে এটা বোঝা যাচ্ছে, অভিনেতা সিয়াম, শরীফুল রাজ, জোভান ও তৌসিফ শাকিব খানের বাসায় গিয়েছিলেন। এখন কেন গিয়েছিলেন, সামনে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা সিয়াম ও শরীফুল রাজকে শাকিবের সঙ্গে দেখা গেলেও যেতে পারে। এতে করে ভালোই হবে। আবার তৌসিফ ও জোভানও যদি বড় পর্দায় আসেন সেটাও একটা আলোচনার ব্যাপার হবে। সবকিছু মিলিয়ে জোভানের কথা ঠিক হলে সামনে কিছু একটা দেখা গেলেও যেতে পারে।

ঈদে জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায় রয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘আশিকি’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এক দিনে নাটকটির ভিউ ৬০ লাখের বেশি। সবশেষ দুই দিনে প্রায় ৯০ লাখের মতো ভিউ হয়েছে।

আর শাকিব খানের ‘তাণ্ডব’ রীতিমতো ব্যবসা করে যাচ্ছে। সমালোচনা থাকলেও দর্শক ছবিটিকে গ্রহণ করেছে। শরীফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ ছবিটিও দর্শক পছন্দের তালিকায় রেখেছেন। 

LEAVE A REPLY