মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান সংঘর্ষের মধ্যে অস্ট্রেলিয়ার কোনও সামরিক ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন দেশটির অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

সম্প্রতি ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, পাশাপাশি অন্তত দুইটি ইরানি তেল স্থাপনায় আগুন জ্বলছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।আরও পড়ুন

তবে কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগদানের পথে সিয়াটলে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই সামরিক সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও ভূমিকা নেই। 

তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে কোনও অনুরোধ আসেনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে স্থানীয়ভাবে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা প্রদান করছে।

LEAVE A REPLY