আলোচনায় সেই অভিনেত্রী, পৃথিবীতে যার প্রাণের অস্তিত্ব নেই

টিলি নরউড

হলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এমন এক অভিনেত্রী, বাস্তব জীবনে যার প্রাণের অস্তিত্বই নেই। টিলি নরউড—এক কৃত্রিম চরিত্র এবং ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করা অভিনেত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় গড়ে ওঠা এ অভিনেত্রী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাকে ঘিরে তীব্র সমালোচনা চলছে, ক্ষোভ প্রকাশ করছেন অনেক জনপ্রিয় তারকা।

আশঙ্কা, এ ধরনের চরিত্র একসময় বাস্তব অভিনেতাদের কাজ কেড়ে নিতে পারে।

নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেন তৈরি করেছেন নরউডকে, যিনি দেখতে একেবারেই তরুণ উঠতি অভিনেত্রীর মতো। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ভরা, আছে পুরোপুরি এআই-জেনারেটেড কমেডি স্কেচ, যেখানে তাকে বলা হয়েছে ‘পাশের বাড়ির মেয়ে’। এক পোস্টে নির্মাতারা লিখেছেন, ‘আমি এআই হতে পারি, কিন্তু এ মুহূর্তে সত্যিকারের আবেগ অনুভব করছি।

সামনে কী আসছে, তা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

কিন্তু বাস্তব হলিউড একে মোটেও সাদরে গ্রহণ করছে না। হলিউড সংগঠন স্যাগ-আফট্রা ও তারকা অভিনেত্রী এমিলি ব্লান্ট, নাতাশা লিয়ন, হুপ গোল্ডবার্গসহ অনেকই এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছেন।

1
টিলি নরউড

স্যাগ-আফট্রা এক বিবৃতিতে জানিয়েছে, ‘নরউড কোনো অভিনেত্রী নয়, বরং এমন এক কম্পিউটার প্রোগ্রাম, যা অসংখ্য পেশাদার শিল্পীর কাজ দিয়ে প্রশিক্ষিত হয়েছে।

তার কোনো জীবনের অভিজ্ঞতা নেই, কোনো প্রকৃত আবেগ নেই। দর্শকেরাও কৃত্রিম চরিত্রের কনটেন্টে তেমন আগ্রহী নয়।’

ভ্যান ডের ভেলডেন অবশ্য জানিয়েছেন, নরউডকে তিনি ‘পরবর্তী স্কারলেট জোহানসন’ বানাতে চান। ইনস্টাগ্রামে টিলির ফিডে দেখা যায় ভুয়া ফিল্ম টেস্টের ছবি, এমনকি বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র সোফায় বসা অবস্থায় তার এআই সম্পাদিত ছবি।

ভ্যান ডের ভেলডেনের দাবি, ‘টিলি কোনো মানুষের বিকল্প নয়, এটি কেবল এক শিল্পকর্ম।

আমার কাছে টিলিকে তৈরি করা মানে যেন কোনো চরিত্র আঁকা, একটি ভূমিকা লেখা বা অভিনয় রূপ দেওয়া। এগুলোকে মানুষের সঙ্গে তুলনা না করে আলাদা ঘরানার শিল্প হিসেবে বিবেচনা করা উচিত।’ এআই? হায় ঈশ্বর, আমরা তো শেষ। এটি খুব ভয়ের। এজেন্সিগুলোকে অনুরোধ করছি—মানবিক সংযোগ আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না।’

LEAVE A REPLY