পিএসজির সাবেক গোলরক্ষকের চোখে মেসির চেয়ে রোনালদো সেরা

ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

সাবেক রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গোলরক্ষক কেইলর নাভাস সম্প্রতি নিজের প্রিয় খেলোয়াড় হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদোকে বেছে নিয়েছেন। নাভাস জানিয়েছেন, লিওনেল মেসিও অসাধারণ প্রতিভাধর খেলোয়াড় হলেও, রোনালদোর সঙ্গে কাটানো সময় ও তার পেশাদারিত্বের কারণে তিনি রোনালদোকেই শ্রেষ্ঠ মনে করেন।

মেক্সিকান টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে নাভাস বলেন, ‘তাদের দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। তবে আমাকে যদি বেছে নিতেই হয়, আমি ক্রিস্তিয়ানোকে বেছে নেব।

নাভাস আরো যোগ করেন, ‘মেসিও অসাধারণ, বিশ্বের সেরা এবং ছোটবেলা থেকেই ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে বড় হয়েছেন। তিনি এমন অনেক কিছু করেছেন যা বছরের পর বছর কেউ করতে পারবে না।’

তিনি রোনালদোর কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং দৈনন্দিন প্রশিক্ষণ দেখে মুগ্ধ। নাভাস বলেন, ‘আমার জন্য ক্রিস্তিয়ানো সেরা, তবে মেসিকেও আমি পূর্ণ প্রশংসা করি।

তারা দুজনই মহান খেলোয়াড়।’

গুরুত্বপূর্ণ তথ্য হলো, নাভাস রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে ১২৫টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তারা একসঙ্গে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও একবার লিগ শিরোপা জিতেছেন। এরপর পিএসজিতে নাভাস মেসির সঙ্গে ১৬টি ম্যাচ খেলেছেন।

LEAVE A REPLY