আরিয়ানা গ্রান্ডে
পপস্টার ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেতে চলেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘উইকেড’ সিনেমায় দারুণ অভিনয়ের সুবাদে এই সম্মাননা পাচ্ছে তিনি। পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তাকে রাইজিং স্টার পুরস্কার দেয়ার ঘোষণা দেওয়া হয়।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্র উৎসবটি শুরু হবে আগামী বছরের ২ জানুয়ারি।
চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। আরিয়ানাকে রাইজিং স্টার প্রদান প্রসঙ্গে উৎসব পরিচালক নাচত্তর সিং চান্দি বলেন, ‘উইকেড’ সিনেমায় আরিয়ানা ‘গ্লিন্ডা’ চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করেছেন। আমরা তাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে পেরে গর্বিত।
এর আগে পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেয়েছেন গ্যাল গ্যাডট (ওয়ান্ডার ওম্যান), টেরেন্স হাওয়ার্ড (হাসেল অ্যান্ড ফ্লো), আনা কেন্ড্রিক (আপ ইন দ্য এয়ার), স্কারলেট জোহানসন (লস্ট ইন ট্রান্সলেশন), জেনিফার লরেন্স (উইন্টারস বোন) এবং আলিসিয়া ভিকান্ডার (দ্য ডেনিশ গার্ল এবং এক্স মাচিনা)।
গত ২২ নভেম্বর জন এম চু পরিচালিত ‘উইকেড’ সিনেমার প্রথম ভাগ মুক্তি পেয়েছে। এ সিনেমায় গ্রান্ডেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করা হয়, যেভাবে আগে কখনোই দেখেননি দর্শকরা। এ সিনেমায় আরও অভিনয় করছেন জোনাথন বেইলি, মিশেল ইয়ো, জেফ গোল্ডব্লাম, পিটার ডিঙ্কলেজ, বোওয়েন ইয়াংসহ আরও অনেকে।
শিশুশিল্পী হিসেবে আরিয়ানা গ্রান্ডের অভিনয় জীবন শুরু হয় ব্রডওয়ের ‘মিউজিক্যাল ১৩’-এর মাধ্যমে।
এ ছাড়া ২০২১ সালে গ্র্যান্ডে ‘ডোন্ট লুক আপ’-এ অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় আন্তর্জাতিক পপ তারকা।